এমপি মিলন অসুস্থ: এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়
প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২১
শেখ সাইফুল ইসলাম কবির: বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন অসুস্থ্য হয়ে পড়েছেন। আজ মঙ্গলবার বেলা ১টা ৩০ মিনিটে তাকে হেলিকপ্টারে করে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এ খবরের সত্যতা নিশ্চত করেছেন।
এমিপ মিলনের অসুস্থ্যতার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, আজ বেলা ১০টার দিকে তিনি স্বাসজনিত সমস্যা অনুভব করেন। বিষয়টি ক্রমশ জটিল হতে পারে ভেবে দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
এমপি মিলনকে এয়ার এ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার সময় উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, থানার ওসি মনিরুল, ভাইস চেয়ারম্যান মোজাম্মে হক, যুবলীগ নেতা অ্যাড. তাজিনুর রহমান পলাশ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, দলীয় নেতাকর্মীসহ এলাকার শতশত লোক উপস্থিত ছিলেন।