বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মুয়াজ্জিনের মৃত্যুতে শোক প্রকাশ
প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২১
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন ও সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রহুল আমিন হোসাইন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে নিজ বাড়িতেই ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
বেনাপোল বাজার কমিটি’র প্রচার সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী বলেন, প্রায় ৩০ বছর ধরে বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন তিনি। একই সাথে তার মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছে বেনাপোল বাজার কমিটি সহ বেনাপোলের বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ।
মরহুম মাওলানা রহুল আমিন হোসাইন তিনি দীর্ঘদিন সুনামের সাথে মাদ্রাসা এবং মসজিদে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।