কুয়াকাটায় সুন্দরবন দিবস পালিত
প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২১
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: ‘সুন্দরবন বাঁচাও’ বাংলাদেশ বাঁচাও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুয়াকাটা সমুদ্র সৈকতে রবিবার বেলা ১১টায় ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন’ বাপা’র উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পর্যটকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ নিয়ে প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালনকালে সমুদ্র সৈকতে সুন্দরবন রক্ষায় সকলকে সচেতন হবার আহবান করে অংশগ্রহনকারীগন। পরে দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবে এক আলোচনা সভায় মিলিত হয়।
কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা জোন’র সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহরাব হোসাইন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা ( টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক এম এম মিজানূর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বিডি ক্লিন কুয়াকাটা শাখার সহকারী সমন্বয়ক আসাদুজ্জামান মিরাজ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দরবনের কারনে সিডর,আইলা,আম্ফানসহ প্রলয়কারী ঘূর্নিঝড়ের আঘাত থেকে আমরা রক্ষা পেয়েছি। রক্ষা পেয়েছে দেশ। তাই সুন্দরবনের পরিবেশ পরিপন্থী কাজ না করা, সুন্দরবন রক্ষায় সকলকে সচেতন থাকার আহবান জানান বক্তারা। এসময় বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাই ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা সকলের। সভা সঞ্চালনা করেন বাপা সদস্য কামাল হাসান রনি। সভায় বিভিন্ন সামাজিক সংগঠন সহ পর্যটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।