কুয়াকাটা সৈকতের পরিবেশগত সমস্যা সমাধানে সভা
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে বিদ্যমান নানামুখী পরিবেশগত সমস্যা এবং সমাধানে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারোটায় ‘‘বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির’’ (বেলা) আয়োজনে পর্যটন হলিডে হোমসে এ সভা অনুষ্ঠিত হয়।
বেলার নেট মেম্বর মেজবাহ উদ্দিন মাননুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।
এসময় বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার ও কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের সিনিয়র এএসপি সোহরাব হোসাইন, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লবসহ আরো অনেকে। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, ব্যবসায়ি, গনমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।