শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কলাপাড়ায় আনন্দ শোভাযাত্রা
প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১১জানুয়ারি।।জাতির জনক বঙ্গবদ্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় আনন্দ শোভাযাত্রা, আলোকচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপনের লক্ষ্যে শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা-সুশীল নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা বয়সের হাজারো মানুষ অংশগ্রহন করে।
পরে কলাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে উন্মক্ত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির,সহ-সভাপতি শহীদ বিশ্বাস প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী করা হয়।
এছাড়া বিকাল তিনটায় শিশু কিশোরদের অংশগ্রহনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাতে ঢাকায় আয়োজিত “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এর মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি এলইডি পর্দায় সম্প্রচার করা হবে এবং সবশেষে বর্ণিল আতশবাজি প্রদর্শন করার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষনগননা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন হয়েছে।