পৌরসভার নির্বাচনী ফলাফল স্থগিত হওয়ায় আনন্দে কলারোয়ায় ৩৮ কেজি মিষ্টি বিতরণ

প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২১
ছবি: কুয়াকাটা নিউজ

মোঃ ইমরান সরদার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়া পৌরসভার নির্বাচনী ফলাফল স্থগিত হওয়ায় আনন্দে পৌর এলাকার মানুষ মিষ্টি বিতরণ করেছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে কলারোয়া উপজেলা পৌর সদরের ৭ নম্বর মুরারীকাটি ওয়ার্ডের দক্ষিণ পাড়ায় ৩৮ কেজি মিষ্টি বিতরণ করে এলাকাবাসী। মিষ্টি বিতরণ সময়ে এলাকাবাসী বলেন, পুনরায় কাউন্সিলর পদে সঠিক নির্বাচন হোক। আমরা পুনরায় নির্বাচন চাই। এসময় উপস্থিত ছিলেন, দেবব্রত পাল, নরিম হাজরা, আলিম হাজরা, শহিদ বিশ্বাস, সন্ধ্যা রানী, ববিতা খাতুন প্রমুখ।

স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে বিভিন্ন ধাপে অনিয়ম, সহিংসতা, কেন্দ্র দখল, ব্যালটে সিলমারা ঘটনায় তৃতীয় ধাপের তিনটি পৌরসভার ঘোষিত বেসরকারি ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনটি পৌর সভার মধ্যে রয়েছে কলারোয়া পৌরসভা।

আপনার মতামত লিখুন :