একাধিক পুরুষের সাথে তানিন সুবহার অন্তরঙ্গ ছবি ফাঁস বনভোজনের পর সিদ্ধান্ত: শিল্পী সমিতি
প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি ২০২০
ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তানিন সুবহা। এরই মধ্যে তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। এ ছাড়া তিনি নাটক ও মিউজিক ভিডিওতেও কাজ করছেন। ব্যক্তি জীবনে একাধিকবার প্রেমে জড়িয়েছেন। প্রেমের সাগরে এতটাই বুঁদ হয়ে ছিলেন যে নিজের অন্তরঙ্গ ছবি কখন প্রকাশ্যে চলে এসেছে বুঝতে পারেননি।
বিষয়টি নিয়ে গতকাল থেকেই এফডিসি পাড়ায় চলছে গুঞ্জন। অনেক আগে থেকেই মডেল রাব্বিসহ বেশ কিছু প্রেমের গুঞ্জন ছিল তানিনের। তানিন-রাব্বির প্রেমের গুঞ্জন যে সত্য ছিল, সে কথার প্রমাণ মিলেছে দুজনের বেশ কিছু অন্তরঙ্গ ছবি প্রকাশ্যে চলে আসায়। শুধু রাব্বি নয়, একাধিক ব্যক্তির সঙ্গে অন্তরঙ্গ ছবি। এ বিষয়ে রাব্বির মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এসব এখন অতীত।’ তানিনও বিষয়টিকে ‘অতীত’ বলে এড়িয়ে গেছেন। বলেছেন, ‘অতীত ঘটনা নিয়ে টানাহেঁচড়া করে কী লাভ?’ এদিকে তানিনের এসব ছবি নিয়ে বিরক্ত চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
সবার মুখে একই কথা, এমন নায়িকা নামধারীদের অপকর্মের দায় পুরো ইন্ডাস্ট্রি বহন করতে পারে না। তাদের জন্যই চলচ্চিত্রের দুর্নাম হয়। বিষয়টি নিয়ে জানতে চাইলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘বিষয়টি আমরা কিছু গণমাধ্যেমে দেখেছি। সাধারণ শিল্পী বা সমিতির নেতা হিসেবে আমি বিব্রত। আগামীকাল আমাদের সমিতির বনভোজন, যে কারণে আমরা বিষয়টি নিয়ে কিছু বলতে চাই না। বনভোজনের পর আমরা এই বিষয়টি নিয়ে কথা বলব। সমিতির সদস্য হিসেবে তাঁর বিরুদ্ধে আমাদের সিদ্ধান্ত জানাব।’
জায়েদ আরো বলেন, ‘শিল্পী সত্তা নিয়ে যাঁরা কাজ করেন, তাঁরা কোনো পাপ কাজের সঙ্গে যুক্ত হতে পারেন না। যাঁরা এসব করে বেড়ান, তাঁরা মূলত শিল্পী নন। শিল্পী নাম ভাঙিয়ে কিছু মানুষ এসব কাজ করে বেড়ায়। আমরা সমিতির পক্ষ থেকে বিষয়গুলোর বিপক্ষে দাঁড়াব।’ অবাস্তব ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তানিন সুবহার। আর মিডিয়াতে তানিন সুবহার অভিষেক হয় আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে অভিনয়ের মধ্যে দিয়ে। তারপর থেকেই দ্বিতীয় সারির নায়িকা হিসেবে কাজ করছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য।