র্যাবের অভিযানে বেনাপোলের মাদক ব্যবসায়ী মশিয়ার গাঁজা সহ আটক
প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২১
বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা থানাধীন গদখালী বাজার এলাকা থেকে ২ কেজি ভারতীয় গাঁজা,একটি মোটরসাইকেল সহ মশিয়ার রহমান(৪৬)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটক মাদক ব্যবসায়ী মশিয়ার বেনাপোল থানাধীন বোয়ালিয়া গ্রামের মৃত: নেছার আলী মোড়ল এর ছেলে।
মঙ্গলবার(৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে ঝিকরগাছা থানাধীন গদখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি ভারতীয় গাঁজা,একটি মোটরসাইকেল সহ বেনাপোলের মাদক ব্যবসায়ী মশিয়ারকে হাতেনাতে আটক করা হয়।
যশোর র্যাব-৬, সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন উদ্ধার মাদক সহ আসামীর বিষয়টি নিশ্চত করেন। তিনি আরো বলেন, আটক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।