বেনাপোলে পুলিশের জালে ফেন্সিডিল সহ আটক-৫
প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২১
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর প্রাইমারী স্কুলের সামনে থেকে ২৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ৫ জন মাদক বহনকারীকে আটক করে পোর্ট থানা পুলিশ।
সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলতপুর প্রাইমারী স্কুলের সামনে অভিযান চালিয়ে ২৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ৫ জন মাদক বহনকারীকে হাতেনাতে আটক করে।
আটক মাদক বহনকারীরা হলেন, গাতিপাড়া গ্রামের রবিউল ইসলাম এর ছেলে বিপ্লব হোসেন(৩৩),একই গ্রামের আলী’র ছেলে আব্দুল্লাহ(২০),সিরাজ ব্যাপারী’র ছেলে হাফিজুর রহমান(২৭),মৃত: ইউনুচ মোল্লা’র ছেলে মাহাবুবুর রহমান(৩১) ও মিজানুর রহমান এর ছেলে রেজাইল ইসলাম(৪০)।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, গোপ সংবাদের ভিত্তিতে দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল সহ ৫জনকে হাতেনাতে আটক করা হয়েছে। আটক ৫জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আজ যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।