ঝিনাইদহে বিসিকের আয়োজনে মাসব্যাপী শুরু হল শিল্প মেলা

প্রকাশিত : ৭ ফেব্রুয়ারি ২০২১

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: বিসিকের আয়োজনে এক মাসব্যাপী মেলা অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদহে। ঝিনাইদহে মেলা শুরু হয়েছে ১০ জানুয়ারি থেকে এক মাসব্যাপী। এ মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলায় প্রায় ৬৫ টি উদ্যোক্তা স্টল দিয়েছেন, যেখানে অংশগ্রহণ করেছেন ২৬ টি জেলা থেকে। স্টল গুলোতে শোভা পাচ্ছে দেশীয়পণ্য যেমন জামদানি, তাঁতের শাড়ি, থ্রি পিস, টু পিস, ওয়ান পিস, বিভিন্ন হস্তশিল্প, খাদ্যপণ্য, অলংকার, পাট পণ্য, ঐতিহ্যবাহী পণ্য।

মেলার সামগ্রিক বিষয়ে বিসিকের ঝিনাইদহ শিল্পাঞ্চলের উপ-ব্যবস্হাপক সেলিনা রহমান জানান, ‘৩০ দিনব্যাপী মেলা বেশ ভালো জমেছে, যা ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিই বলে দেয়। এছাড়াও উদ্যোক্তারা সানন্দে উপস্থাপন করছে তাদের তৈরি পণ্যগুলো। মেলায় ঝিনাইদহের ঐতিহ্যবাহী পণ্যগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের গুড়, পাটালি গুড়, ঝোলা গুড়সহ অনেক আঞ্চলিক পণ্য পাওয়া যাবে এখানে। মেলায় প্রতিদিন বেশ ভালোই বিক্রি হচ্ছে। আমি নিজেও ঘুরে অনেক উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন বিক্রি এবং পরিচিত খুব ভালো হয়েছে।

তিনি আরও জানান, শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কাজী শাখাওয়াত হোসেনসহ আরও সম্মানিত ব্যক্তিবর্গ মেলা পরিদর্শন করেছেন। মেলা উদ্বোধনের সময় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান সভাপতিত্বে মেলার শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট চত্ত্বর মাঠে শিল্প মেলা প্রতিদিন চলবে সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত।

 

আপনার মতামত লিখুন :