বিচার ছাড়াই কারাগারে ছিলেন আল-জাজিরার সাংবাদিক
প্রকাশিত : ৭ ফেব্রুয়ারি ২০২১
দীর্ঘ চার বছর পর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক মাহুমদ হুসেইনকে মুক্তি দিয়েছে উত্তর-পূর্ব আফ্রিকার দেশ মিশর। শনিবার (৬ ফেব্রুয়ারি) কোনো অভিযোগ গঠন বা আনুষ্ঠানিক বিচার ছাড়াই মিশরের বাসিন্দা সাংবাদিক মাহমুদকে মুক্তি দেওয়া হয়েছে বলে আল-জাজিরা জানিয়েছে। এবার তার মেয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৬ সালের কাতার থেকে মিশরে ফেরার পর মাহমুদকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রকাশ ও বিদেশি কর্তৃপক্ষের কাছ থেকে অর্থ গ্রহণ করে দেশের সুনাম ক্ষুণ্ণের অভিযোগ আনে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদিও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেনি মিশর সরকার। এছাড়া মাহুমদ এবং আল-জাজিরা বারবার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।
শনিবার তার মুক্তির পর আল-জাজিরা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তফা সোয়াগ বিবৃতির মাধ্যমে বলেছিলেন, মাহমুদের মুক্তি সত্যের এক মুহূর্ত এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য একটি মাইলফলক। তিনি আরও বলেন, মাহমুদের মুক্তিকে আমরা স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি, গত চার বছর মাহুমদের সঙ্গে যা হয়েছে এই পরিণতি আর কোনো সাংবাদিককে ভোগ করতে হবে না।
আরবি ভাষার সংবাদমাধ্যম কাজের দীর্ঘ দিনের অভিজ্ঞতা রয়েছে নয় সন্তানের জনক মাহুমদ হুসেইনের। আল-জাজিরা অ্যারাবিকে বেশ কয়েক বছর ফ্রিল্যান্স্যার হিসেবে কাজ করার পর ২০১০ সালে পূর্ণ মেয়াদে যোগদান করেন। প্রথমে তিনি মিশরের কায়রোতে যোগদান করেন। এরপর কাজ করেন কাতারের দোহায়।
সূত্র : প্রথম আলো