গলাচিপায় মনিন্দ্র চন্দ্র পালের রোগ মুক্তি কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা
প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের গলাচিপা উপজেলার সাবেক সভাপতি মনিন্দ্র চন্দ্র পালের রোগ মুক্তি কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, কালিবাড়ি কমিটির যৌথ উদ্যোগে এ প্রার্থনা করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ্। আরও উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের গলাচিপা উপজেলার সভাপতি ও গলাচিপা পৌরসভার কাউন্সিলর সমির কৃষ্ণ পাল, কালিবাড়ি কমিটির সভাপতি দিলীপ কুমার বণিক, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, ৪নং ওয়ার্ড কাউন্সিলর সুশীল চন্দ্র বিশ^াস সহ কালিবাড়ি কমিটির সকল সদস্যবৃন্দ।