কলাপাড়া পৌর নির্বাচন: আ’লীগের নৌকার নির্বাচনী উঠান বৈঠক
প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শেষ বিকালে পৌর শহরের ১ নং ওয়ার্ডের সমবায় রাইস মিল মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট ওয়ার্ডের আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ মো.বশির আহম্মেদের সভাপতিত্বে নৌকার নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান তালুকদার।
বিশেষ বক্তব্য উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখা, নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক মঞ্জুরুল আলম, সাংগঠননিক সম্পাদক এ্যাড.সাইদুর রহমান সাইদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মজিবর রহমান চুন্নু, মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট, কেন্দ্রীয় কমিটির ছাত্র লীগের সাবেক সহ সম্পাদক মহসিন উদ্দিন হিমন।
এছাড়া অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফায়জুল ইসলাম আশিক তালুকদার, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক জুয়য়েল রানা, পৌর শ্রমীক লীগের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রকি, এলাকাবাসির পক্ষ থেকে গোলাম মস্তফা, মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠেনে নেতা কর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। নির্বাচনী জনসভাটি এক পর্যায় জনসমুদ্রে পরিনত হয়।