হঠাৎ করে বাজারে দেশি পেঁয়াজের মুল্যবৃদ্ধি

প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২১

হঠাৎ করে বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়ে গেছে। বাজারভেদে খুচরা পর্যায়ে এক লাফে দেশি পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১২ টাকা। বৃহস্পতিবার কারওয়ান বাজারে খুচরা প্রতি কেজি পেঁয়াজ ৩৬ থেকে ৩৮ টাকায় বিক্রি হয়েছে। পাইকারিতে এ দাম ছিল ৩৪ টাকা কেজি। অথচ এক সপ্তাহ আগেও এ বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২৬ থেকে ২৮ টাকায় বিক্রি হয়েছিল।

বরাবরের মতোই হঠাৎ করে মূল্যবৃদ্ধির জন্য খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা একে অপরকে দুষছেন। ঢাকার বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩৫ টাকা পর্যন্ত। এক সপ্তাহের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ থেকে ৪০ টাকায়।

ঢাকার সবচেয়ে বড় পাইকারি আড়ত শ্যামবাজারে বৃহস্পতিবার পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ ২৫ থেকে ২৮ টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর মিরপুর ১১ ও শান্তিনগর বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, জোগান আগের চেয়ে কমে গেছে, তাই দাম বাড়তি।

আপনার মতামত লিখুন :