গলাচিপায় ২০২১ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিক্ষোভ!
প্রকাশিত : ২ ফেব্রুয়ারি ২০২১
সজ্ঞিব দাস,গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ২০২১ সালের এস এস সি পরীক্ষা না নিয়ে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের দাবিতে সারা দেশের অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় গলাচিপা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন বিদ্যালয় থেকে আসা ২০২১ সালের পরীক্ষার্থীরা।
তারা ব্যানার ও হাতে লেখা বিভিন্ন প্লাকার্ড বহন করে। ব্যানার ও প্লাকার্ডে লেখা তাদের দাবি জীবনের ঝঁুকি নিয়ে এস এস সি নয় অতি শীঘ্রই বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন চাই। নাম মাত্র সংক্ষিপ্ত সিলেবাস মানিনা মানবনা। সেশন জট নিয়ে পরীক্ষা চাইনা।