এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর উদ্যাগে খেলোয়ারদের মধ্যে জারসি প্রদান
প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২১
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর উদ্যাগে একতা যুবসংঘের খেলোয়ারদের মধ্যে জারসি প্রদান করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে, বাংলাদেশ ম্যানেজার তাওহিদ ইসলাম ও অন্যতম সদস্য আব্দুল মোমিন।
একতা যুবসংঘের খেলোয়ারদের মধ্যে জারসি গ্রহণ করেন, সেফুল আহমদ, শাহ সিফন আহমেদ, রুবেল মিয়া, হেলাল আহমদ, উজ্জল আহমদ, সাজু আহমেদসহ অন্যান্য খেলোয়ারবৃন্দ।