সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ১০ ফুট লম্বা একটি মৃত ডলফিন। বৃহস্পতিবার গভীর রাতে সৈকতের লেম্বুরবনের তিন নদীর মোহনায় ডলফিনটি ভেসে ওঠে। মাছটির শীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের ধারনা জেলেদের জালে ধরা পরে ছিল। সেখান থেকে বেরিয়ে মৃত্যু মাছটি ভেসে তীরে এসেছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী সাংবাদিকদের জানান, সংরক্ষনাগার না থাকায় মাছটি ট্যুরিষ্ট পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে মাটি চাপা দেওয়া হয়েছে।