কলাপাড়া পৌর নির্বাচন: আ’লীগের নৌকার নির্বাচনী উঠান বৈঠক
প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শেষ বিকালে পৌর শহরের চিংগরিয়া এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মনোজ দাস’র সভাপতিত্বে নৌকার নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান তালুকদার।
বিশেষ বক্তব্য উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখা, পটুয়াখালী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারমান সোহানা হোসাইন মিকি, নৌকা প্রতীকের মেয়র প্রাথী বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, বাংলাদেশ আওয়ামী যুবলীর কেন্দ্রী কমিটির সদস্য কপিল হাওলাদার স্বজল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, যগ্ন সাধারন সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল আলম, জেলা পরিষদ সদস্য ও ব্যবসায়ি সমিতির সাধারন সম্পাদক ফিরোজ শিকদার।
এছাড়া এলাকা বাসীর পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক পরিমল কুমার দত্ত ও নিতাই লাল সরকার, পৌর কৃষক লীগের সভাপতি এস এম মুর্তাল্লাহ সৌরভ শিকদার, উপজেলা ছাত্র লীগ সভাপতি মো. নাজমুল হক, সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার,পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রকি প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান তালুকদার বলেন, নৌক মার্কা হলো উন্নয়নের মার্কা। আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ ভাল আছে। আর দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তাই তিনি সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহŸান জানান।
এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠেনে নেতা কর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। এ উঠান বৈঠকের সংঞ্চলনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. নাথুরাম ভৌমিক।