হবিগঞ্জের ডিসি বদলি: নতুন দায়িত্বে ইসরাত জাহান
প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২১
ফরিদ আহমদ শিকদার, হবিগঞ্জ প্রতিনিধি: নতুন বছরে দেশের ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে হবিগঞ্জ জেলাও রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগের বিষয়ে আদেশ জারি করা হয়েছে।
হবিগঞ্জ ছাড়াও ময়মনসিংহ, কুমিল্লা, দিনাজপুর, কুষ্টিয়া, রাঙ্গামাটি, ঝিনাইদহ, জামালপুর ও ভোলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
আদেশে জানা যায়, হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসানকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানকে হবিগঞ্জের জেলা প্রশাসকের দায়িত্ব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।