কলাপাড়ায় শহীদ আলাউদ্দিন স্মরনে স্মরন সভা
প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। ৬৯‘র গনঅর্ভুত্থানে আন্দোলনে গুলিতে নিহন শহীদ আলাউদ্দিন স্মরনে পটুয়াখালীর কলাপাড়ায় স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্্ের শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
আলাউদ্দিন স্মৃতি সংসদের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মো.আবুল হোসেন’র সভাপতিত্বে বক্তব্যে রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার, উদীচী শিল্পী গোষ্ঠীর উপজেলা শাখার সদস্য অমল কৃষ্ণ কর্মকার, শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের সহ-সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক তায়েফ মাইনউদ্দিন তোহা, অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল হক আজাদ প্রমূখ।
১৯৬৯ সালের ২৮ জানুয়ারী বরিশাল এ,কে স্কুলের নবম শ্রেনীর ছাত্র আলাউদ্দিন আয়ুব বিরোধী মিছিলে অংশ গ্রহন করে ইপিআর’র গুলিতে নিহন হয়। তাঁর বাড়ী কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামে। সে ওই গ্রামের মমতাজ উদ্দিন খান’র ছেলে । বক্তারা শহীদ আলাউদ্দিনের স্মৃতি সংরক্ষনে বিভিন্ন দাবী তুলে ধরেন। এর আগে বুকে কালো ব্যাজ ধারন পৌর শহরে একটি শোক র্যালি বের হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।