কলাপাড়া পৌর নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ পর পরই প্রচারনা শুরু করেছেন প্রার্থী ও সমর্থকরা। প্রার্থীদের পক্ষ থেকে পৌর শহরে চলছে মাইকিং। সমর্থকরাও বসে নেই। বুধবার সকালে জেলা সার্ভার ষ্টেশনে লটারির মাধ্যমে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা।

এ নির্বাচনে আওয়ামী লীগ, সবিএনপি, ইসলামী আন্দোলন, স্বতন্ত্র সহ মোট ৪ মেয়র প্রার্থী অংশগ্রহন করছেন। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিপুল হাওলাদার (আওয়ামী লীগ) নৌকা, হাজী হুমায়ুন সিকদার (বিএনপি) ধানের শীষ, আব্দুস সেলিম মুন্সি (ইসলামী আন্দোলন) হাতপাখা ও স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহাম্মেদ মাসুম ব্যাপারীকে জগ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

এ সময় ৩৭ কাউন্সিলর ও ১০ সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদেরও প্রতিক বরাদ্দ দেয়া হয়। ১৪ ফেব্রæয়ারী ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ কলাপাড়া পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

 

 

আপনার মতামত লিখুন :