পটুয়াখালীতে এমপির পিএ’র নেতৃত্বে চারজনকে কুপিয়ে জখম
প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২০
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মহিবের পিএ (পারসোনাল অ্যাসিস্ট্যান্ট) তরিকুল নেতৃত্বে মাছের ঘের দখল করতে গিয়ে ৪ জনকে কুপিয়ে জখম করেছেন। এ ঘটনায় আরেও আহত হয়েছে দুইজন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কলাপাড়া উপজেলার কাউয়ারচরে এঘটনা ঘটে। আহতরা হলেন ঘের মালিক নুরবাহাদুর, ভাই সোহেল ও জুয়েল।
তাদেরকে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে আরও এক দফা হামলা করা হয়।পরে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। আহতরা জানান, বৃহস্পতিবার বিকেলে মাছের পোনা ছাড়ার জন্য শ্রমিক নিয়ে কাজ করতে যায় ৩০ একর জমির ওই মাছের ঘেরে। আহত সোহেল জানান, সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় এমপির পিএ তরিকুলসহ প্রায় ৩০ জনের একদল সশস্ত্র যুবক আচমকা নুরবাহাদুর সোহেলসহ তাদের ওপর হামলা চালায়। এসময় রামদা ও বটি দিয়ে বাহাদুর, সোহেল, জুয়েলকে কুপিয়ে আহত করে। তাদের ধারাল অস্ত্রের আঘাতে চাচা হেলালও আহত হয়েছে।
হামলার ব্যাপারে এমপির পিএ’র তরিকুলের সঙ্গে কথা বলতে চাইলেও তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি। মহিপুর থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান জানান, ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে জানতে পারে সেখানে তিন/চার জন রক্তাক্ত জখম হয়েছে। তবে এখনো আমরা লিখিত অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র : পূর্বপশ্চিমবিডি