পায়রা বন্দর সংলগ্ন নদী মোহনা থেকে বিপুল পরিমান কারেন্ট জাল ও জাটকা জব্দ
প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ নদী মোহনায় রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ কারেন্ট ও বেড় জালসহ জাটকা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ। সোমবার রাত থেকে একটানা ১২ ঘন্টা আভিযান চালিয়ে ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট ও বেড় জালসহ ১০ মন জাটকা ইলিশ জব্দ করেছে তারা। মঙ্গলবার দুপরে জব্দকৃত অবৈধ জাল পৌর শহরের হ্যালিপ্যাড মাঠে পুড়িয়ে ফেলা হয়। এছাড়া জব্দকৃত জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসাসহ স্থানীয় হতদরিদ্রদের মাঝে বিতরন করেছেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.জহিরুন্নবী,কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ এস আই মাহমুদ হোসেন মোল্লা, এ এস আই কামরুল ইসলাম সহ আরো অনেকে। কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ এস আই মাহমুদ হোসেন মোল্লা বলেন, মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী জাল ও অন্যান্য জাল অপসরনে সোমবার রাত ১০ টা থেকে মঙ্গলবার সকাল ১০ টা পর্যন্ত সাগর মোহনা ও পায়রা বন্দর সংলগ্ন নদ নদীতে একটানা ১২ ঘন্টা বিষেশ কম্বিং অপারেশন চালিয়ে ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট ও বেড় জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা। এ সময় ১০ মন জাটকা ইলিশও জব্দ করা হয়। তবে এ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।