ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন: কলাপাড়ার ডালবুগঞ্জ তৃনমূল আ’লীগের কাউন্সিল অনুষ্ঠিত
প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের আওয়ামীলীগের প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের মধ্যে তৃনমূল কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ দেলওয়ার হোসেন সিকদার, ইউপি মেম্বার মো.নুরুজ্জামান ও মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি মো.শোয়াইব খান অংশগ্রন করেন। সোমবার বেলা ১১ টায় ওই ইউনিয়নের ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে ৬৭ জন ডেলিগেট কাউন্সিলের উপস্থিতিতে তৃনমূল আওয়ামীলীগের এ ভোট প্রক্রিয়া অনুৃষ্ঠিত হয়।
ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হায়দার ফকিরের সভাপতিত্বে এ কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। বিশেষ অতিথির বক্তর্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আ:মান্নান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার। এ কাউন্সিল অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার।
এসময় পটুয়াখালী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বি এম শাহজাহান পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান,পাশ^বর্তী রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার রক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সিদ্ধান্তই চুড়ান্ত স্দ্ধিান্ত, যারা দল করেন তারা দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলী বলেন, তৃনমূল ভোটে তিন জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী অংশগ্রহন করেছে। এর মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ দেলওয়ার হোসেন সিকদার ভোট পেয়েছেন ৪১ ও ইউপি মেম্বার মো. নুরুজ্জামান তিনি ভোট পেয়েছে মাত্র ৪। এছাড়া মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি মো. শোয়াইব খান ২২ ভোট পেয়েছেন। জেলা ও উপজেলা আওয়ামীলীগ স্বাক্ষরিত এ ভোটের ফলাফল বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় প্রেরন হবে বলে তিনি জানিয়েছেন।
উল্লেক্ষ, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল সালাম সিকদার গত ২৭ নভেম্বর (শুক্রবার) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার মৃত্যুতে চেয়ারম্যান পদ শূন্য হয়। এ জন্য নির্বাচন কমিশন আগামী ২৮ ফেব্রæয়ারি নির্বাচন ঘোষনা দেয়।