মিনিস্টার গ্রুপ এবং কিনমু ইন্টারন্যাশনাল এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত
প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২১
মিনিস্টার গ্রুপ এবং কিনমু ইন্টারন্যাশনাল এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মিনিস্টার এর গুলশানের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় মিনিস্টার এর পক্ষে নির্বাহী পরিচালক গোলাম শাহরিয়ার কবির এবং কিনমু ইন্টারন্যাশনাল এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ হুমায়ুন কবির।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টারের জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম লিটন, হেড অফ ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন সোহেল কিবরিয়া ও উক্ত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং কিনমু ইন্টারন্যাশনাল এর ডিরেক্টর মোহাম্মদ আকবর হোসেন ও উক্ত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।