কলাপাড়ায় গাজী টিপু স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই স্লোগানকে সামনে রেখে প্রয়াত গাজী টিপুর নাম করনে মিঠাগঞ্জ ইউনিয়নে সর্বপ্রথম ইউনিয়ন ব্যাপি ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২৪ জানুয়ারি রবিবার রাত ৮.৩০ মিনিটে তেগাছিয়া খেয়া সংলগ্ন মাঠে হাজার হাজার দর্শকদের মুখরিততায় এই খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় মিঠাগঞ্জ ইউনিয়ন থ্রি ষ্টার কে হারিয়ে খান ব্রাদার্স চেম্পিয়ন হয়। এতে রানার্সআপ হয়েছে মিঠাগঞ্জ ইউনিয়ন থ্রি ও চেম্পিয়ন হয়েছে খান ব্রাদার্স।

খেলা শেষে পুরুষ্কার বিতরণ করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি গাজী মাইনুল ইসলাম। ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী ইমন আল আহসান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে পুরুষ্কার বিতরণ করেন।

 

আপনার মতামত লিখুন :