কলাপাড়ায় জাতির জনক বঙ্গবদ্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনা’র উদ্ভোধন
প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১০জানুয়ারি।। পটুয়াখালীর কলাপাড়ায় জাতির জনক বঙ্গবদ্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনা’র উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার বিকালে সারা দেশের ন্যায় উপজেলা পরিষদ চত্ত্বরে ক্ষণগণনা’র সুইচ টিপে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলার পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান ও আওয়ামী লীগ’র সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, উপজেলা ঘূর্নীঝড় প্রস্তুতি কর্মসূচীর সহকারী পরিচালক মো.আসাদুজ্জামান খান, কলাপাড়া পৌর ব্যবসায়ি সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, জেলা পরিষদের সদস্য ফিরোজ শিকদার, কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির সহ আরো অনেকে। পরে স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক আনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে সর্বস্তরের মানুষের অংশগ্রহনে বর্ণাঢ্য র্যালী বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনা চত্বরে গিয়ে শেষ হবে। এর পর বেলা ১১টায় শহীদ শেখ কামাল কমপ্লেক্স অডিটোরিয়াম চত্ত্বরে বঙ্গবুন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী এবং বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শণ শীর্ষক আলোচনা সভা ও বিকাল তিনটায় শিশু কিশোরদের অংশগ্রহনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাতে ঢাকায় আয়োজিত “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ”এর মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি এলইডি পর্দায় সম্প্রচার করা হবে এবং সবশেষে বর্ণিল আতশবাজি প্রদর্শণ করা হবে উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে।