অলিউর রহমানের সমর্থনে কাতারে আলোচনা
প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২১
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অলিউর রহমানের সমর্থনে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম কাতার শাখার উদ্যাগে মাইজারের নবাব আল দোহা রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রাজনগর জাতীয়তাবাদী ফোরাম কাতার এর সভাপতি ও রাজনগর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম খান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আতিক আসলাম এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- কাতার বিএনপি’র সভাপতি আবু ছায়েদ সাহেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- কাতার বিএনপি’র সাধারন সম্পাদক শরিফুল হক সাজু।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- রাজনগর জাতীয়তাবাদী ফোরাম কাতার-এর প্রধান উপদেষ্টা ও কাতার বিএনপি’র সহ-সভাপতি হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন- কাতার বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মকবুল হোসেন মোল্লা(সি.আই.পি), সহ-সভাপতি আবুল বাশার সরকার,যুগ্ম সম্পাদক বাবুল গাজী, কাতার যুবদলের সভাপতি গোলাম সারওয়ার মিশু, সাধারন সম্পাদক এম. আমিনুল ইসলাম সুমন, কাতার সেচ্ছাসেবক দলের সভাপতি মহিউদ্দিন কাজল, সাধারন সম্পাদক আহমেদ নবী নোমান, কাতার শ্রমিক দলের সভাপতি আইনুল করিম মজুমদার বাবু, নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতার” এর সভাপতি নুর আলম বাদশা, রাজনগর জাতীয়তাবাদী ফোরাম-কাতার এর উপদেষ্টা সৈয়দ রমিজ আলী ছরুক, উপদেষ্টা মোঃ সেলিম আহমদ, উপদেষ্টা ছায়েদ আহমদ, উপদেষ্টা মাহফুজ আহমদ হেলাল, মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক যুবনেতা কামরুজ্জামান ইমরুল, কাতার যুবদলের অন্যতম নেতা লিমন ভূইয়া, সোহাগ জোয়ার্দারসহ রাজনগর জাতীয়তাবাদী ফোরাম কাতার এর নেতৃবৃন্দ।
অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন, রাজনগর জাতীয়তাবাদী ফোরাম কাতার-এর যুগ্ম-সাধারন সম্পাদক ময়জুল ইসলাম, ১ম যুগ্ম-সাধারন সম্পাদক সুজানুর রহমান, সহ-সভাপতি আজমল হোসেন, সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, সম্মানীত সদস্য এস. আলম নয়ন প্রমুখ। এ সময় টেলিকনফারেন্সে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা বিএনপি’র যুগ্ম-সাধারন সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী, সাবেক ২বারের পৌরসভা কাউন্সিলর অলিউর রহমান। আলোচনা সভায় বক্তরা অলিউর রহমানের ইতিবাচক বহু রাজনীতিক জীবন নিয়ে আলোচনা করেন। এবং মৌলভীবাজার পৌরসভার জনগণকে অলিউর রহমানকে সমর্থন করার জন্য আহবান জানান। পবিএ কোরআন থেকে তেলাওয়াত করেন- ধর্ম বিষয়ক সম্পাদক আরিফ হাসান মিলু।