বন্দরে ৩৫ ভূমিহীন পরিবারকে ঘর ও জমির দলিল প্রদান
প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২১
আশ্রায়নের অধিকার শেখ হাসিনার উপহার এ শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দরে ৩৫টি পরিবারের মাঝে ঘর এবং জমির দলিল সহ চাবি বুঝিয়ে দেয়ার আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৩ জানুয়ারি) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর উপজেলা নিবার্হী কর্মকর্তা শুক্লা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম সেলিম ওসমান।
বিশেষ অতিথি ছিলেন-স্থানীয় সরকার মন্ত্রণালায়ের উপসচিব ইব্রাহিম খলিল, বন্দর উপজেলার চেয়াারম্যান এম এ রশিদ, উপজেলা ভূমি কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন, পিয়ারও মমিনুল সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঘর এবং জমি পেয়ে ৩৫টি পরিবারের মুখে হাসি ফুটে উঠেছে।
এসময় তারা শেখ হাসিনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করেছেন। সবশেষে প্রত্যোকে পরিবারের মাঝে ১টি করে কম্বল বিতরন করেছে জেলা প্রশাসন।