পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২১

ঘন কুয়াশার কারণে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ৭টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় ৪ শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন আটকা রয়েছে। এর আগে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া পর্যন্ত নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি জানান, ‘বুধবার সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে। রাত সাড়ে ১১টার দিকে যখন পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব ব্যাপক আকার ধারণ করে। নদী পথের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যায় তখন দুর্ঘটনার শংঙ্কায় এরুটের ১৬টি ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে শত শত যানবাহন আটকা পড়েছে।

রাজবাড়ীর ট্রাফিক ইন্সেপেক্টর তাজ বলেন, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে প্রায় ৪ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস এবং পচনশীল দ্রব্য বহনকারী ট্রাকগুলোকে পার করা হবে।

 

আপনার মতামত লিখুন :