কুয়াকাটার সৈকতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু
প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২১
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২০ জানুয়ারি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে বাবলু (৩০) নামের এক পর্যটকের মত্যু হয়েছে। বুধবার দুপুরে সৈকতের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। মৃত বাবলু ঝিনাইদহ সদর উপজেলার ধোপাকাটা গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, বাবুল ও তার ছেলে মাহিমসহ প্রায় ৫৫ জনের একটি টিম কুয়াকাটায় ভ্রমনে আসেন। বুধবার দুপুরে তারা তিন চারজন মিলে সৈকতে গোসল করেতে নামেন। এসময় সে অসুস্থ হয়ে পরেন। তাৎক্ষনিক তাকে স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, খবর শুনে ঘটনা স্থলে গিয়ে ছিলাম। তবে বাবলু’র পরিবারে সাথে কথা হয়েছে। মৃত্যুর ব্যাপারে তাদের কোন সন্দেহ কিংবা কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কছে হস্তান্তর করা হয়েছে।