গলাচিপা-দশমিনা আইনি সহযোগিতা পাওয়ার জন্য সু-সংবাদ জানালেন মোসাঃ আজমিন

প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি। আপনার বোন বা স্ত্রী ও কোন শিশু, সামাজিক,পারিবারিক বা কোন ব্যাক্তি দ্বারা নির্যাতিত বা হয়রানির স্বীকার হয় তবে আপনাদের পাশে আইনি সহয়তা নিয়ে আপনাদের সু-পরিচিত এবং গনভবনসহ দেশ

বিদেশে সোস্যাল সার্ভিস ওয়ার্কার মোসাঃ আজমিন আক্তার হংকং প্রবাসী বর্তমান পটুয়াখালী জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইবুনালের বিশেষ পি.পি আবু জাফর মোঃ সালেক স্যারের বিশেষ সহকারী আজমিন আক্তার বরাবরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

লিগ্যাল এইড এবং বিনা খরচে আইনি সহয়তা দেওয়ার জন্য আপনার পাশে সর্বদা থাকবেন বলে জানান। মোবাইল নম্বর- ০১৭৪১১৮১৯০৯

আপনার মতামত লিখুন :