কলাপাড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজা কাইয়ুম হাওলাদার(৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার বিকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় ঘরের মেঝ খুড়ে পলিথিনের প্যাকেটে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা, নগদ ১৪ হাজার ৩০০ টাকাসহ একটি ডিজিটাল পরিমাপক (পালা) ও একটি মোবাইল জব্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত মাদক বিক্রেতাকে জেল হাজতে পাঠিয়ে দেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।