কলারোয়ায় হোটেল রেস্তোরায় জেলা ম্যাজিস্ট্রেটের অভিযান: ৬০০০ টাকা অর্থদন্ড আদায়
প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২১
মোঃ ইমরান সরদার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি: কলারোয়া উপজেলার আলীপুর বাজারে বিভিন্ন হোটেল,রেস্তোরায় অভিযান(মোবাইল কোর্ট) চালানো হয়।
মঙ্গলবার(১৯ জানুয়ারী) সকালের দিকে সাতক্ষীরা জেলা প্রশাসক এর নির্দেশে জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল এই অভিযান পরিচালনা করেন।
এসময়ে বিভিন্ন হোটেল,রেস্তোরায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, বিক্রয় ও একই ফ্রিজে কাচা মাছ-মাংস এবং পূর্ব দিনের রান্না খাবার সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৬০০০ টাকা অর্থ দন্ড প্রদান করে তা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল বলেন, কোভিড-১৯ মহামারি করোনা সংক্রমন রোধে সরকার দ্বিতীয় অধ্যায়ের নির্দেশনা প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় মাননীয় জেলা প্রশাসকের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানান।