বেনাপোল বন্দরের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২১
বেনাপোল প্রতিনিধি: আমদানি-রপ্তানি কার্যক্রম ও রাজস্ব বৃদ্ধি স্বার্থে দীর্ঘদিন ধরে বেনাপোল স্থলবন্দরের জায়গা সংকট এবং যানজট নিরসনের জন্য ইকুপমেন্টস সহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করন নিয়ে ও বেনাপোল স্থলবন্দরে সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা সোমবার বিকালে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান(অতিরিক্ত সচিব)কে, এম ,তারিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাবেক সভাপতি শামছুর রহমান, সহসভাপতি খায়রুজ্জামান মধু, কামাল উদ্দিন শিমুল, যুগ্ম সম্পাদক জামাল হোসেন ও মহাসিন মিলন, কাস্টমস সম্পাদক নাসির উদ্দিন, বন্দর সম্পাদক শাহাবুদ্দিন, চেকপোস্ট আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক হোসেন উজ্জল, সার্চ চেম্বার কমিটি’র পোর্ট সেক্রেটারি মতিউর রহমান মতি, সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
এ সময় বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন অবকাঠামো নিয়ে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে ব্যবসায়ী সংগঠন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন দাবী-দাওয়া পেশ করেন।