দশমিনায় ৭লাখ টাকার বেহুন্দি জাল জব্দ
প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২১
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ও খারিজা বেতাগী নদের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১৫টি বেহুন্দি (বাঁধা) জাল জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তর ও নৌপুলিশের উদ্যোগে কম্বিং গতকাল শুক্রবার দিনবর এ অভিযান পরিচালনা করা হয়।
জব্দকৃত জালের মূল্য প্রায় ৭লাখ টাকা। পরে দশমিনা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল কাউয়ুমের নির্দেশে আটককৃত জাল রনগোপালদী বাজারের নদীর পাড়ে জনসম্মুখে মাঠে পুড়িয়ে ফেলা হয়।