নওগাঁয় জেজেডি ফ্রেন্ডস ফোরামের কমিটি গঠন
প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২১
রওশন আরা শিলা, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জেজেডি ফ্রেন্ডস ফোরামের ২১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় পৌরশহরের জেলা সাংবাদিক ইউনিয়ন কাযার্লয়ে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের এ আহবায়ক কমিটি গঠন করা হয়। যায়যায়দিন নওগাঁ জেলা প্রতিনধি রুহুল আমিনের সভাপতিত্বে¡ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তরা বলেন, সংবাদপত্র শুধু প্রচার যন্ত্র নয়।
সংবাদপত্র হলো সমাজের দপর্ণ। সংবাদপত্র ও সাংবাদিকদের কাছ থেকে জাতি অনেক কিছু আশা করে। বতর্মান প্রেক্ষাপটে দেশে যেভাবে মাদকের ছড়াছড়ি শুরু হয়েছে, এতে নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে যুব সমাজ। তাই সামাজিক এ দায়বদ্ধতা থেকেই দেশের প্রথম সারির জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের পাশাপাশি ফ্রেন্ডস ফোরাম সংগঠনের মাধ্যমে দেশের সব জেলা উপজেলায় যুব সমাজকে নৈতিক ও আদশির্ক চিন্তা চেতনায় উদ্বুদ্ধ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় যায়যায়দিন পত্রিকার সহযোগী সংগঠন ফেন্ডস ফোরাম সত্যের পক্ষে সাহসী ভূমিকা রাখবে।
আশা করি এতদাঞ্চলে এ সংগঠনের পতাকাতলে যুব সমাজ একত্রিত হয়ে নিযাির্তত নিপীড়িত অসহায় ও বঞ্চিত মানবতার কল্যাণে এগিয়ে আসবে এবং দেশ জাতি, সমাজ ও রাষ্ট্রের প্রত্যেক স্তরেও অবদান রাখবে। এ কাযর্ক্রমকে সহযোগিতার মাধ্যমে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রচার ও প্রসারকে বেগবান করার জন্য আহŸানও জানান। পরে সবর্সম্মতিক্রমে নওগাঁ জেলা চার্জার মালিক গ্রæপ ৫৫৬ এর সাংগঠনিক সম্পাদক স.ম সুলতান মাহামুদকে আহবায়ক ও সাবেক ব্যাংক কর্মকর্তা জনাব মেজবাউল হককে সদস্য সচিব নিবাির্চত করে ২১ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক জাহিদ হাসান , যুগ্ম আহŸায়ক রফিকুল ইসলাম টিপু, যুগ্ম সদস্য সচিব জেসমিন আরা, যুগ্ম সদস্য সচিব ফারজানা খালিদ ও সদস্য নাহিদ হোসেন, সদস্য মনোয়ার হোসেনসহ প্রমুখ। উপদেষ্টা জেজেডি ফ্রেন্ডস ফোরাম, নওগাঁ।