সোনারগাঁও বশিরগাঁয়ে ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২১
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের ৪নংওয়ার্ড বশিরগাঁ কৃষ্ণচুড়া মাঠে যুবসমাজের উদ্যোগে গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৫ই জানুয়ারি শুক্রবার বিকালে বশিরগাঁ কৃষ্ণচুড়া মাঠে এ ফাইনাল খেলায় দুটি দল অংশ গ্রহণ করে মহজমপুর সানরাইজ ক্লাব বনাম মালিপাড়া সরকারি একাদশ। উক্ত খেলায় ব্যাংক কর্মকর্তা আহ্সান হাবিব টিপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাবসায়ী ও সাধারণ সম্পাদক বেসিক শিল্পনগরী কাঁচপুর আলহাজ্ব আল মুজাহিদ মলিক।
উদ্বোদক ছিলেন,জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির ভূইয়া সুমন,বিশেষ অতিথি ছিলেন তালতলা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো.আহসান উল্লাহ,সমাজসেবক মো.মনির মল্লিক,সমাজসেবক আব্দুল বাতেন মলিক(মাষ্টার)প্রমূখ। নির্ধারিত সময়ে খেলা মিমাংসা না হওয়ায় টাইব্রেগারে ৩-২গোলে মহজমপুর সানরাইজ ক্লাব বিজয়ী হয়েছে। প্রধান অতিথি আল মুজাহিদ মল্লিক বলেন,যুবসমাজকে অগ্রসর হতে হবে। খেলাধুলায় সকলকে আগ্রহ ও উৎসাহ দিতে আহŸান জানান।