কলাপাড়ায় চালক কে অজ্ঞান করে অটো ছিনতাই
প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মো.মারুফ (২০) নামে এক অটো চালককে অজ্ঞান করে একটি যাত্রীবাহি অটো,মোবাইল সেট ও নগদ টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার পায়রাবন্দর সংলগ্ন ফোর লাইন সড়কে এ ঘটনা ঘটে।
অটো চালককে অজ্ঞান অবস্থায় স্থাণীয়রা রাস্তার পাশ থাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের ভর্তি করেছে। মারুফের পিতা মো.দেলোয়ার হোসেন বলেন, কুয়াকাটা থেকে দুপুর ১২ টার দিকে চালক মারুফ পাঁচ জন আরোহী নিয়ে আমতলী যাচ্ছিল। পথিমধ্যে আরোহীরা তাকে সেভেনঅপ সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে।
এরপর তার সাথে থাকা একটি মোবাইল সেট,নগদ চার হাজার টাকা ও অটোটি নিয়ে চম্পট দেয় ওই দূর্বৃত্তরা। এসময় স্থানীয়রা অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে জানা গেছে। কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্্ের’র জরুরী বিভাগের চিকিৎসক জানান, বর্তমানে ওই আটো চালক চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।