মৌলভীবাজারে পূর্ব বিরোধের জের ধরে হামলা: গাড়ী ভাংচুর, আহত-৩

প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২১

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীকাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সেওয়াইজুরী এলাকায় পূর্ব বিরোধের জের ধরে পুরাতন সেওয়াইজুড়ী মসজিদের পাশাপাশি অপর একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় লন্ডন প্রবাসী মোঃ জাহ্ঙ্গীর হোসেন, রোমান আহমদ ও শাকিল হোসেন আহত হয়েছেন। হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে ( ঢাকা মেট্রা-চ, ১১-৫৬০৫) একটি গাড়ী।

এ সংবাদ পরিবেশেন পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লন্ডন প্রবাসী মোঃ জাহ্ঙ্গীর হোসেন জানান- প্রায় ৮ বছর আগে স্থানীয় এলাকাবাসীর মতামতের ভিত্তিতে সেওয়াইজুড়ী মসজিদের নামে জায়গা ক্রয় করে ( দলিল নং- ৫২৪৫) এবং ওয়াকপ নামার মাধ্যমে সম্পাদন করা হয়। যতারিতি দীর্ঘদিন মসজিদের কার্যক্রম ও চলে।

বিগত কিছুদিন যাবৎ আমার নিকটআন্তীয় মসজিদের পাশেই একটি মসজিদ নির্মাণের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আমি এসব বিষয়ের প্রতিবাদ জানালে প্রতিপক্ষের লোকজনদের মধ্যে মইনুদ্দিন, দিলাল, আক্বাস, সামু, দোলোয়ার হোসেন ও শরিফসহ ৭/৮জন সংঘবদ্ধ ভাবে হামলা চালান।

 

আপনার মতামত লিখুন :