মোংলায় পৌর নির্বাচন প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভা
প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২১
শেখ সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের মোংলা পোট পৌরসভার সাধারন নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিতো হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে নির্বাচন কমিশনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিতো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক আ. ন. ম. ফয়জুল হক। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চদ্র রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান্দকার মোহাম্মদ রিজাউল করিম ও বাগেরহাট জেলা নির্বাচন অফিসার এবং মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফারাজী বেনজির আহমেদ। মতবিনিময় সভায় পৌর নির্বাচনীয় প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনানীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী মোঃ জুলফিকার আলী, মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলাল, সুশাসনর জন্য নাগরিক সুজন’র সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নূর আলম শেখ, সাংবাদিক এম এ মোতালেব,কাউন্সিলর প্রার্থী আব্দুর রাজ্জাক, মোঃ আলাউদ্দিন, মোঃ ইউনুস প্রমূখ। এ সময় প্রধান অতিথি বক্তিতায় বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক আ. ন. ম. ফয়জুল হক বলেন,মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে নির্বাচন কমিশন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে কাজ করছে।
নির্বাচন কমিশনের মনিফস্টা অনুযায়ি প্রশাসন কাজ করছে। ইভিএম পদ্ধতি প্রচারের জন্য ব্যাপক ব্যবস্থা নেয়া হচ্ছে।এ নির্বাচনে ভোট জালিয়াতির কোন সম্ভাবনা নেই। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নয়নকুমার রাজবংশী, সহকারি পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, সহকারি রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী প্রমূখ।