বেনাপোলে পুলিশের অভিযান ইয়াবা,ফেনসিডিল,মদ সহ আটক-৭
প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২১
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট,২২বোতল ফেনসিডিল,৬ বোতল বাংলা মদ সহ সাতজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার(১২ জানুয়ারি) দিনভর বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকা থেকে ভারতীয় মাদক সহ সাতজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক আসামীরা হলেন, রঘুনাথপুর গ্রামের মৃত: কাউসার আলীর ছেলে রিয়াজুল ইসলাম(৪০), বোয়ালিয়া গ্রামের আবুল মোল্লার ছেলে জাকির হোসেন(৩৫),কোতয়ালী থানার বাহাদুরপুর গ্রামের মহাসিন এর ছেলে জাহিদ হাসান(৩০),বাহাদুরপুর গ্রামের মৃত: আক্তার হোসেনের ছেলে হযরত আলী(২৬),পালবাড়ি গ্রামের আলী হোসেনের ছেলে মশিউর রহমান(৩৫),কাশিয়ানী থানার পারকরফা গ্রামের মৃত: তৈয়বুর রহমান এর ছেলে মিল্টন রহমান(৩০) ও কোতয়ালী থানার বানিয়াবহু পশ্চিমপাড়া এলাকার মৃত: আবুল হোসেনের ছেলে শাহিন হোসেন(৩৪)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বিভিন্ন এলাকায় এসআই রোকনুজ্জামান,এসআই মোস্তাফিজুর রহমান,এএসআই মাসুম পারভেজ,এএসআই আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়াবা,ফেনসিডিল,মদ সহ সাতজনকে হাতেনাতে আটক করা হয়। তিনি আরো বলেন, আটক আসামীদেরকে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।