কমিশনের কাছে গ্রাহকদের ১৫ টি প্রশ্ন

প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২১

আজ বেলা ১২ টায় বিটিআরসির নবনিযুক্ত চেয়ারম্যান শ্যামসুন্দর এর সাথে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।

সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট আবু বক্কর সিদ্দিক, কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট রাশেদুল হাসান, এডভোকেট সাহিদা বেগম, প্রকৌশলী আবু সালেহ, সুমি আক্তার, মনিরুজ্জামান, লোটাস জামিল, ও মিলন।

এ সময় সংগঠনের পক্ষ থেকে কমিশনের কাছে ১৫ টি প্রশ্নপত্র তুলে ধরা হয়। কমিশনের চেয়ারম্যান বলেন আপনাদের দাবি-দাওয়া গুলি আমার মনের দাবি। আমিও এ দেশের একজন নাগরিক ও গ্রাহক। খুব দ্রুতই সকল সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

 

আপনার মতামত লিখুন :