নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশন
প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২১
স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধাদের সেবামূলক সংগঠন ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশনের উদ্যোগে ১১ জানুয়ারি সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নারী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানী লিঃ এর চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ।
বক্তব্য রাখেন, রুহুল আমিন মজুমদার, আনোয়ার হোসেন ভূইয়া, রুজিনা আক্তার রীনা, নজরুল ইসলাম বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানে ১০জন নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধণা দেওয়া হয়।