মাদক মামলায় অভিনেত্রী দিয়া মির্জার সাবেক ম্যানেজার গ্রেপ্তার

প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২১

মাদক মামলায় অভিনেত্রী দিয়া মির্জার সাবেক ম্যানেজার রাহিলা ফার্নিচারওয়ালা-কে গ্রেপ্তার করল ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। গ্রেপ্তার করা হয়েছে রাহিলার বোন শায়িস্তাকেও। জানা যাচ্ছে, তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা ধরে উঠে আসে বলিউডে মাদক যোগের প্রসঙ্গ। যে মামলায় তদন্ত চালিয়ে যাচ্ছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। শনিবার মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তল্লাশি চালায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। দুই ভারতীয় ও দুই ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

তল্লাশি চালিয়ে যশবন্ত হাইটস নামে একটি বিল্ডিংয়ে বেশ কিছু কুরিয়ার বাজেয়াপ্ত করা হয়। যে কুরিয়ারগুলো থেকে মোট ২০০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবরে জানা যায়। ধৃত দুই ভারতীয়র মধ্যে একজন রাহিলা ফার্নিচারওয়ালা এবং অপরজন তার বোন শায়িস্তা ফার্নিচারওয়ালা। এর আগে মাদক মামলায় সুশান্ত সিং রাজপুতের পরিচালক বন্ধু ঋষিকেশ পাওয়ারকে সমন পাঠিয়েছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। তবে তিনি এই মুহূর্তে নিখোঁজ। আপাতত তার খোঁজ চালাচ্ছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো।

সূত্র : জি নিউজ

আপনার মতামত লিখুন :