কলাপাড়ায় শুরু হয়েছে ক্রিকেট টুনামেন্ট
প্রকাশিত : ৯ জানুয়ারি ২০২১
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: “মাদককে না বলি” মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে ক্রিকেট টুনামেন্ট ২০২১। সামাজিক সংগঠন এস এস সি’র রয়েল ব্যাচ ২০০০ পৌর শহরের সরকারি খোপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুনামেন্টের আয়োজন করে। শনিবার সকালে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা হুমায়ন কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইলিয়াস খান রানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দল রহিম সহ রয়েল ব্যাচ’র সদস্যারা উপস্থিত ছিলেন। তবে এ টুনামেন্টকে ঘিরে ক্রিকেট প্রেমীদের উৎসহের কমিতি ছিলনা মঠের চার পাশে। দর্শকদের বারতি বিনোদন যোগিয়েছে ধারাভাষ্যকার কল্লোল বিশ্বাস ও কবুল খান।
এছাড়া টুনামেন্টে আম্পেয়ার হিসেবে ছিলেন সাইফুজ্জামান টুটুল ও মোয়াজ্জেম হোসেন। আয়োজনকারীদের সূত্রে জানা গেছে, ক্রিকেট টুনামেন্টে ২৪ টি দল আংশ গ্রহন করেছে। উদ্বোধনী প্রথম দিন সকালে ৬নং ওয়ার্ড ফাইটার্স বনাম তালহা মাইনুল ফেন্ডস ফাইটার নামের দু’টি দল অংশ গ্রহন করেন। ২৪ টি দলে মাধ্যে যারা বিজয় হবে তারাই সুপার সিক্সটিনর খেলবেন। কোয়াটার ফাইনাল শেষে সেমিফাইনাল। সর্বশেষ ২৭ জানুয়ারি বুধবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
সামাজিক সংগঠন এস সি’র রয়েল ব্যাচ ২০০০ এর সহ সভাপতি তুষার হালদার বেলন, যুব সমাজকে মাদক মুক্ত রাখতে আমরা এ টুর্নামেন্টের আয়োজন করেছি। এছাড়া রয়েল ব্যাচ বিভিন্ন সামাজিক কাজে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তবে তাদের সংগঠনের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে বলে তিনি জানিয়েছেন।