কলাপাড়ায় হতদরিদ্র মাঝে কম্বল বিতরন
প্রকাশিত : ৯ জানুয়ারি ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় অসহায় হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রোজেক্ট ও ফেসবুক ভিত্তিক সংগঠন কলাপাড়া গ্রাজুয়েট ক্লাব। শনিবার দুপুরে উপজেলার পাখিমারা বাজারে প্রায় দুই শতাধিক হতদরিদ্রদের হাতে একটি করে তুলে দেয়া হয়।
এসময় গ্রাজুয়েট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিবুল্লাহ মহিব, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপন ও কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির বিপ্লব, নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. আঃ রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ফেসবুক ভিত্তিক সংগঠন কলাপাড়া গ্রাজুয়েট ক্লাব সূত্রে জানা গেছে, প্রতিবছরই তারা অহসহায় হতদরিদ্র মানুষের পাশে দাড়ান। এরই ধারাবাহিকতায় জেলেদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।