সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্ষণবিরোধী মানববন্ধন

প্রকাশিত : ৯ জানুয়ারি ২০২১

আজ ৮ জানুয়ারি বিকাল ৪টায় সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্ষণবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ২৯ নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক রিতা ব্যাপারি, পরিচালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ২ নং ওয়ার্ড সভাপতি শানু বেগম, বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলার সহ-সভাপতি মাফিয়া বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহিলা কলেজের সংগঠক অদিতি ইসলাম প্রমুখ।

বক্তারা গতকাল ঢাকায় মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার বিচার দাবি করেন। বক্তারা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান ও নারী নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান।

 

আপনার মতামত লিখুন :