যশোরে র্যাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ
প্রকাশিত : ৭ জানুয়ারি ২০২১
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে যশোর র্যাব-৬,সিপিসি ৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডারের নেতৃত্বে বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গ এবং সকল শহিদদের স্বরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও শীত বস্ত্র বিতরণের মাধ্যমে র্যাব সেবা সপ্তাহ এর বিভিন্ন কর্মসূচী শুরু করা হয়।
বৃহস্পতিবার(৭ জানুয়ারি) দুপুরে যশোর র্যাব-৬ সিপিসি ৩ ক্যাম্পের উদ্যোগে ভেকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
যশোর র্যাব-৬,সিপিসি ৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন বলেন, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে যশোর র্যাবের পক্ষ থেকে আগামী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। আর্তমানবতার সেবা মুলক সকল কাজে অংশ নিয়েছে র্যাব।