বাউফলে ‘শেখ মুজিব, শেখ মুজিব’ স্লোগানে মুখরিত রাজপথ
প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২০
বাউফল প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন দিবস ও জন্মশত বার্ষিকী ক্ষণগণনা উদযাপন উপলক্ষে আওয়ামীলীগ নেতাকর্মীদের ‘শেখ মুজিব, শেখ মুজিব, জাতির পিতা-শেখ মুজিব স্লোগানে মুখরিত বাউফলের রাজপথ। আজ বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয় জনতা ভবন থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শেষ হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, উপজেলা আ’লীগ সহ-সভাপতি সামসুল আলম মিয়া, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম- সাধারন সম্পাদক ও পৌর আওয়ামীলীগ সভাপতি মো. ইব্রাহিম ফারুক, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক এনায়েত খাঁন সানা, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক ও কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, স্বেচ্চাসেবকলীগ সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র্যালীতে উপস্থিত ছিলেন।